নড়াইলে ডোবায় ভাসছিল দুই ভাইয়ের লাশ

0
290

মিশকাতুজ্জামান,নড়াইল:নড়াইলের কালিয়ায় বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে রাহাদ শেখ (২২ মাস) ও রিহান শেখ (২১ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
বুধবার (৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান শেখ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দু’জনের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। এসময় তারা বাড়ির উঠানে খেলছিলো। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে ১০ টার দিকে বাড়ির দক্ষিনপাশে উঠানের সাথেই লাগোয়া ডোবার পানিতে তাদের পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিতদের দাদা শফি শেখ কাঁদতে কাঁদতে বলেন, সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। ১০টার দিকে এক প্রতিবেশি ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন,‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here