কোরবানির গোস্ত নিয়ে চৌগাছার দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

0
257

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দেড় হাজার হতদরিদ্র ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্ত পৌঁছে দিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা।
কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আজহার দিন, শনিবার (৭ জুন) চৌগাছায় ১১ টি গরু কোরবানি করা হয়। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এবং স্থানীয়দের সমন্বয়ে গঠিত একাধিক সেচ্চাসেবী দল রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে দুঃস্থদের বাড়িতে এই গোস্ত পৌঁছে দেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা। যেসব হতদরিদ্র পরিবারের সদস্যদের ভাগ্যে জুটেনি কোরবানী গোস্ত বাহ, অন্যকোন উপায়ে গোস্ত সংগ্রহের কোন সুযোগ নেই এমন প্রায় ১ হাজার ৫’শ পরিবারের লোকজন পেয়েছেন কোরবানির গোস্ত।
এসময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খানসহ অর্ধ শতাধিক সেচ্চাসেবক।
সংগঠনের কর্মকর্তারার জানান, ২০০৭ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং দুর্যোগকালীন ত্রাণ ও পূনর্বাসনসহ নানামুখি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাংলদেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের কর্মকর্তারা বলেন, “ঈদের আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষদের মাঝেও পৌঁছে যায় ,এটাই আমাদের প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here