চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকান্ড করেছে, অতীতে কোন সরকার তা করেনি : বাণিজ্য উপদেষ্টা

0
234

স্টাফ রিপোর্টার : গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন, নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, এতো দ্রুত তা ভাঙ্গা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৯ জুন) দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা, মাদ্রাসার স্বার্থ রক্ষার কাজ করছি। আমরা কাজ করছি, দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যত নিয়ে। চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে গত ১৫ বছরে, নৈরাজ্য সিন্ডিকেট ভেঙে দেওয়া জন্য সারাদেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি, এছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে।’ শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকান্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার তা করেনি। চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধি করার লক্ষে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা কাজ করেছে। অনেক মাদ্রাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকায় নষ্ট করেছে, ফলে তারা কাক্সিক্ষত দাম পায়নি। ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রণোদনার ২২০ কোটির টাকা ঈদের আগে ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি, তাতে বহিঃবিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনোও সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, চামড়া শিল্প রক্ষার্থে সরকার যত কর্মকান্ড করেছে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার করেনি। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষে যেতে পারবো। রাজারহাট পরিদর্শনকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চামড়ার হাট পরিদর্শন শেষে যশোর সদরের বারিনগরে ইউএসএআইডির অর্থায়নে স্থাপিত সবজির হিমাগর পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। । এ সময় তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ে উন্নীতকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির তহবিল বন্ধ করেছে। তবে আমাদের মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি হলো- ইউএসএআইডি তহবিল বন্ধ করলেও প্রয়োজনে নিজস্ব ফান্ডে এসব প্রকল্প শেষ করা হবে। ইউএসএআইডির অর্থায়নে নির্মিত সবজির রাজধানী খ্যাত যশোরের বারিনগরে যশোর কোল্ড স্টোরেজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। সোমবার বিকেলে তিনি এই কোল্ডস্টোরেজ পরিদর্শন করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। তাদেরকে মজুদকরণে সক্ষমতা বৃদ্ধিকরণে কাজ করছি। বাজার সম্প্রসারণে যেসব প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তজার্তিক বাণিজ্য করতে গেলে শৃঙ্খলা ও বাণিজ্য নীতি মানার বাধ্যবাধকতা রয়েছে। সেগুলো মেনে কাজ করছি।’ বারীনগর থেকে সবজি ট্রেন বন্ধে প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ট্রেনের সঙ্গে কৃষকের যে সংযোগের প্রয়োজন ছিলো, সেটা কৃষকদের সঙ্গে তৈরি করা যায়নি। এটা আসলেই দুঃখজনক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here