অভয়নগরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

0
37

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পৃথক দুই স্থানে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা
হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকা
থেকে জেসমিন বেগম (৩৫) নামে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ
উদ্ধার করে পুলিশ। গৃহবধু জেসমিন বেগম বৌবাজার এলাকার বিল্লাল হাওলাদারের
স্ত্রী ও খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহী গ্রামের আব্দুল গণি সরদারের মেয়ে
ছিলেন।
মৃতের স্বামী বিল্লাল হাওলাদার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতের
খাবার শেষে জেসমিন সঙ্গে আমার ঝগড়া হয়। এরপর বারান্দায় গিয়ে আমি
ঘুমিয়ে পড়ি। সকালে ঘরের দরজা বন্ধ দেখে জেসমিনকে ডাকাডাকি শুরু করি। পরে
প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো
অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে অভয়নগর থানা
পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘দুই ছেলেকে নিয়ে
সুখের সংসার ছিল আমাদের। অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
করেছে জেসমিন। ময়নাতদন্ত না করার জন্য থানায় লিখিত আবেদন করা হয়েছে।’
অপরদিকে সোমবার (৯ জুন) বিকালে দিদার মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ
ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত দিদার
মোড়ল উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের সরদার মিল খেয়াঘাট
সংলগ্ন এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদশীর ও ফায়ার সাভিস সূত্রে জানাগেছে, ‘সোমবার বেলা এগারোটার
দিকে বাড়ির পাশে ভৈরব নদে দিদার মোড়ল গোসল করতে নামে। এরপর আর তাকে পাওয়া
যাচ্ছিল না। পরে স্থানীয়রা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুর একটার
দিকে ফায়ার সাভিসের একটি টিম ওইস্থানে আসে। এরপর তারা দ্রুত খুলনা থেকে
একটি ডুবুরীদল নিয়ে আসে। ডুবুরী দলটি ভৈরব নদের আশেপাশে খোঁজাখুজি
শুরু করে। খোঁজাখুজির একপযায়ে বিকাল পাঁচটার দিকে গোসল করা স্থানের ১০০
গজ দূরে ভৈরব নদের পশ্চিম পাশ থেকে দিদার মোড়লের মরদেহটি উদ্ধার করে।,
এ বিষয়ে সোমবার (৯ জুন) সন্ধ্যায় নওয়াপাড়া ফায়ার সাভিস স্টেশনের সিনিয়র
ফায়ার ফায়টার মোহাম্মদ কামরুজ্জান বলেন, ‘খুলনা থেকে ডুবুরীদল এনে ডুবে
প্রায় পাঁচ ঘন্টাপর বিকাল পাঁচটার দিকে ভৈরব নদের যেখানে দিদার মোড়ল গোসল
করছিল সে স্থান থেকে ১০০ গজ পশ্চিম দিক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে বুধবার (১১ জুন) সন্ধ্যায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. আব্দুল আলীম বলেন, ‘বৌবাজার এলাকা থেকে জেসমিন বেগম নামে এক
গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here