ইতালিতে পাঠানোর প্রলোভনে ৩৫ লাখ টাকার প্রতারণা নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা

0
91

নিজস্ব প্রতিবেদকঃইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের জাহাঙ্গীর আলীর মেয়ে জুলি বেগম নামে এক নারীর বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিনূর মিয়া সম্প্রতি যশোর আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহিনুর মিয়া দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করতেন এবং বিদেশে কর্মী পাঠানোর সাথে যুক্ত ছিলেন। দেশে ফিরে আসার পর ২০১৭ সাল থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। একই সাথে তিনি পরিচিতদের বিদেশ পাঠিয়ে থাকেন। অন্যদের মেডিকেল করাতে ঢাকায় গেলে সেখানেই তার পরিচয় হয় জুলি বেগমের সাথে। জুলি ওই মেডিকেল সেন্টারে চাকরি করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালে তারা বিয়ে করেন।
বিয়ের পর থেকেই জুলি বেগম শাহিনূরকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময় প্রায় ৩৫ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাহিনূরকে ইতালিতে পাঠানো পারেনি। বরং সম্প্রতি জুলি বেগম শাহিনূরকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়ার পরিকল্পনা করে এবং তার ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরি করে দেয়।
তবে, শাহিনূর মালয়েশিয়া যাবার আগেই জানতে পারেন, এই নারীর মাধ্যমে আগেও একাধিক ব্যক্তিকে বিয়ের প্রলোভনে বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নিয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এসব ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন তিনি। শাহিনূর টাকা ফেরত চাইলে জুলি নানা তালবাহানা শুরু করেন এবং তাদের বৈবাহিক সম্পর্ক অস্বীকার করতে থাকেন। স্থানীয় পর্যায়ে ঝিকরগাছা প্রেসক্লাব ও থানায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে শাহিনুর মিয়া ২ মে আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ঝিকরগাছা থানার এএসআই জাকির হোসেন জানান, অভিযুক্ত নারীকে একাধিকবার থানায় তলব করা হলেও তিনি আসতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here