শুক্রবার ভোর ৬টায় উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ইয়াভ ফাউন্ডেশন রান ফর যশোর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

0
219

কাগজ সংবাদ : বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের ইয়াভ ফাউন্ডেশন
উদ্যোগে রান ফর যশোর ম্যারাথন দৌড়
প্রতিযোগিতা শুক্রবার ভোর ৬টায় যশোর টাউন হল
মাঠে উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ণিখিত বক্ব্য
পাঠ করেন ফাউন্ডেশনের উপদেষ্ঠা ডাক্তার আবুল কালাম
আজাদ লিটু। আধুনিক জীবনের ব্যস্ততা, শারীরিক
নিষ্ধিসঢ়;ক্রয়তা ও মানসিক চাপের মাঝে মানুষ ক্রমেই
নিজেকে হারিয়ে ফেলছ। এমন বাস্তবতায় একটি
কমিউনিটি-ভিত্তিক ম্যারাথন আয়োজন মানুষকে
শরীর ও মন-উভয় দিকেই সাচতন হতে অনুপ্রাণিত
করবে। এজন্যই যশোর শহরকে আরও সুস্থ, সচেতন ও
ঐক্যবদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৩ জুন,
যশোর টাউনহল মাঠ থেকে ইয়াভ ফাউন্ডেশন আয়োজন
করছে রান ফর যশোর ১.০”। দৌড় এমন এক শক্তিশালী
প্রতীক যা ব্যক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম, লক্ষ্য অর্জন এবং
নিজের সীমানা ভাঙার সাহসিকতার প্রকাশ বহন
করে। যখন শত শত মানুষ একসাথে পথে নামে, তারা শুধু
দৌড়ায় না-তারা একসাথে কদলের বার্তা দেয়। রান ফর
যশোর .০” আমাদের সেই চেষ্টারই অংশ, যেখানে
যশোরবাসী কেবল অংশগ্রহণ করেই নয়, বরং সংহতির
এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দেবে।
এটি কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং এটি
একটি সামাজিক আন্দোলন, যার মাধ্যমে আমরা
আত্মবিশ্বাস, আত্মসম্মান ও স্বাস্থ্যবোধের নতুন
সংজ্ঞা তৈরি করতে চাই। এটি শহরের নাগরিকদের
মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে, পারস্পরিক
সম্পর্ককে দৃঢ় করবে এবং তরুণদের মধ্যে নেতৃত্বের
চেতনা জাগ্রত করবে। স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব
সমাজ, পেশাজীবী কিংবা সিনিয়র সিটিজেন-
সকলেই এই আয়োজনে এক কাতারে এসে এক ধরনের
অভিন্ন দায়িত্ববোধ অনুভব করবে। পাশাপাশি এটি
হবে একটি প্রতীকী পদক্ষেপ যশোর শহরকে
ওরেঞ্জসিটিএন্টিভাইলেশন সিটি একটি অহিংস,
আত্মহত্যামুক্ত ও মানবিক নগরী হিসেবে গড়ে
তোলার পথে। এই আয়োজন তরুণ সমাজকে
উৎসাহিত করবে একসাথে এগিয়ে যেতে, নিজেকে
গড়তে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে।
আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ যশোর শহরের মধ্যে
এক নতুন জীবনীশক্তি ছড়িয়ে দেবে-যেখানে সকলে
শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব বুঝবে,
সম্পর্কের বন্ধন জোরদার হবে এবং একটি স্বপ্নবান,
সচেতন সমাজ গঠনের পথে আমরা সবাই একসাথে
এগিয়ে যাবো। এই ম্যারাথন হবে শুধু পদক্ষেপ নয়,
হবে পরিবর্তনের পদন্ধানি। টাউন হল মাঠ থেকে শুরু
করে চাঁচড়া চেক পোস্ট এবং চেক পোস্ট থেকে
পুনরায় ৭৫ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন হবে। এই
আয়োজনের আহ্বায়ক হিসেবে রয়েছেন ইয়াভ
ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাক্তার আবুল কালাম আজাদ
লিটু, যুগ্ম আহবায়ক মোক্তার আলী, যুগ্ম
আহ্বায়ক নাসিম উদ্দিন খান এবং প্রধান সমন্বয়ক
এর দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশন এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়। সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডাক্তার আবুল
কালাম আজাদ লিটু,ইয়ুথ চিঢ তাসজিদ
হাসান,শাহারিয়ার ইসলাম,জান্নাতুল
ফেরদৌস,ডেপুটি ইয়ুথ চিফ প্রাপ্ত
বিশ্বাস,উমিূ জাহান। এই আয়োজনে ১০ জনকে
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।
প্রাইজমানি সহ থাকছে আরো আকর্ষণীয় পুরস্কার।
এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে আছেন
জনপ্রিয় মোবাইল ব্রান্ড হোনর। সেই সাথে সকালের
আয়োজন শেষে বিকালে ‘কনসার্ট ফর এন্টি
ভায়োলেন্স ২০” অনুষ্ঠিত হবে। মূলত একটি
সহিংসতা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এগিয়ে চলেছে
ইয়াভ ফাউন্ডেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here