কালীগঞ্জে ভূয়া ওসির স্ত্রী ফাটিয়ে দিল দিনমজুরের নিম্নাঙ্গ (অন্ডকোস) ॥ ভূয়া ওসি ধরা

0
162

স্টাফ রিপোটার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জে গোলমালে ভুয়া ওসির স্ত্রী লতিফুল ইসলাম (৪০) নামের এক রাইসমিল শ্রমিকের নিম্নাঙ্গ (অন্ডকোস) ফাটিয়ে দিল লাকী খাতুন নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার আলাইপুর গ্রামে। আহত লতিফুল কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কালীগঞ্জ থানা পুলিশ ওই রাতেই আটক করে থানায় এনেছেন।
লতিফুল উপজেলার আলাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং লাকি খাতুন একই গ্রামের আব্দুল বাতেনের কন্যা। সে যশোরের মিন্টু নামের একজনকে বিয়ে করে বাবার বাড়িতেই থাকে।
লতিফুল ইসলামের স্ত্রী কাকলী খাতুন জানান, তার একটি ছাগল ছাড়া পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী আব্দুল বাতেনের চাতালে যায়। এ সময় চাতাল মালিকের কন্যা লাকি খাতুন ছাগলটিকে মারাত্মকভাবে আঘাত করলে চাতালের ওপরই পড়ে থাকে। এরপর কেন ছাগলটি এভাবে মারা হলো আমার স্বামী জানতে গেলে প্রথমে তাকে গালিগালাজ ও পরে মারধর করে। একপর্যায়ে আমার স্বামীর নিম্নাঙ্গ অন্ডকোস ধরে টান দিলে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ক্ষতস্থানে ৫ টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
আলাইপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে আরাফাত হোসেন জানান, লাকি খাতুন তাদের গ্রামের মেয়ে। কয়েক দফা ছাড়াছাড়ির পর কিছুদিন পূর্বে যশোরে একজনের সাথে বিয়ে করেছে। গ্রামের লোকজনের সঙ্গে গল্প করে তার বর্তমান স্বামী পুলিশের ওসি। শুধু তাই নয়, এই দাপটে সকলের সাথে অশোভন আচরনও করে। তিনি বলেন, আমি আমার পাওনা টাকা চাওয়ায় কিছুদিন আগে আমাকেও মারধর করে। মিথ্যা অভিযোগ দিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বিচার বসায়। তিনি আরও বলেন, এর আগে তাদের গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে তারিফুল ইসলামকেও মারধর করেছিল লাকী। এরপর গ্রামের নাসির উদ্দীনের ছেলে জিহাদকে মারধর করে। সর্বশেষ লাকির মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন হতদরিদ্র লতিফুল ইসলাম।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান,এ ব্যাপারে আহতের ভাই সাবেক ইউপি সদস্য তহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতরাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। ওই মহিলার স্বামী মিন্টুকে রাতেই থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে জানাগেছে,তার বাড়ি যশোরের পুলিশ লাইন এলাকায়। সে নিজেকে একজন কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছে। পুলিশ লাকি খাতুনকে আটকের চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here