গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান সবচেয়ে বেশি : নার্গিস বেগম

0
103

খাজুরা (যশোর) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্ম ও সততার মাধ্যমে শত্রু-মিত্র উভয় পক্ষের কাছেই সম্মানিত ছিলেন। তিনিই বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার কৃতিত্ব ও অবদান সবচেয়ে বেশি। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম একথা বলেন।
শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা দল জহুরপুর ইউনিয়নের যাদবপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা দলের সভাপতি মদিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি রাশেদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস বেগম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক ইকলাছুর রহমান, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু তালেব, বন্দবিলা ইউনিয়নের সসভাপতি মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভুট্রো, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আযম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, যাদবপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামীম হাফেজ মোয়াজ্জেম হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here