স্টাফ রিপোর্টার : মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ঐক্যবব্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠাসহ ১১দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তন-১, ঈদগাহ মোড়ে ১৪ জুন শনিবার বেলা ১০ টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার ও যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান রাজেসের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় ট্রেড ইউনিয়ন সংঘের অন্তর্ভূক্ত সেক্টর ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, দেশের শ্রমিক ও শ্রমজীবী জনগণ আজ অত্যন্ত কঠিন সময় পার করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতির পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। শুধু তাই দশ মাসের পর মাস কাজ করেও গার্মেন্টস শ্রমিক, চা-বাগানের শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকরা মজুরি ও উৎসব বোনাস পাচ্ছে না। গত ঈদের আগে থেকে গার্মেন্টস শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করলেও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হয় না। উপরন্তু আন্দোলনের কারণে বিভিন্ন সময়ে বিগত সরকারের ন্যায় অন্তর্র্বতী সরকারও শ্রমিকদের উপর চড়াও হয়েছে। কোন রকমের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকার যখন-তখন ব্যাটারি চালিত রিকশা ও হকারদের উচ্ছেদ তৎপরতা চালিয়ে লাখ লাখ শ্রমিকদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার জনগণও প্রতিদিনই জীবন-জীবিকার নিশ্চয়তার দাবিতে রাজপথে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলন দমনে শিল্প পুলিশ গঠন, অত্যাবশকীয় পরিষেবা বিলের খড়গ ঝুলিয়ে রাখার পাশাপাশি সরকারি কর্মচারী (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। এই অধ্যাদেশ জারী দ্বারা ৮ দিনের নোটিশে যে কোন সরকারি কর্মচারীকে আত্মপক্ষ জবাবের সুযোগ না দিয়েই চাকুরিচ্যূত করা যাবে। কৃষকরাও মাথার ঘাম ফেলে আলু, পিয়াজ, টমেটো, ধানসহ ফলস উৎপাদন করেও ন্যায্য মুল্য পাচ্ছে না। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। প্রতিনিধি সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, কেন্দ্রীয় সদস্য ও পাবনা জেলার আহ্বায়ক লিটন বিশ্বাস, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি ইদ্রিসুর রহমান, যশোর জেলার সহ-সভাপতি আলী কদর মাস্টার ও এ্যাডঃ আহাদ আলী লস্কর, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক ইয়াছিন বিল্লাহ, মাগুরা জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















