কাগজ সংবাদ : ইনকিলাব এ মাহাদী মিশন যশোরে আলী ইবনে
আবুতালিব আলাইহেস সালামের অভিষেক অনুষ্ঠান ও
ঈদ এ গ¦াদীর দিবস পালিত হয়েছে। রোববার বেলা
সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রতি
বছরের মতো এ বছরও ইনকিলাব এ মাহাদী মিশন
যশোরের উদ্যোগে হযরত আমিরিল মু’মিনিন আলী
ইবনে আবুতালিব আলাইহেস সালামের অভিষেক
অনুষ্ঠান ও ঈদ-এ-গ¦াদীর দিবস উপলক্ষে আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন ইরানের আল মুস্তফা
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা
শাহাবুদ্দিন মাশায়েখী। আলোচনা সভায় সভাপতিত্ব
করেন ইবকিলাব-এ মাহদী মিশনের পরিচালক সিরাজুল
ইসলাম। প্রধান আলোচক ছিলেন খুলনার ইসলামী
শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী,
বিশেষ অতিথি ছিলেন ইরানের আল মুস্তফা
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার সংস্কৃতি বিভাগের
প্রধান মাওলানা মীর আশরাফুল আলম, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের
সহকারী অধ্যাপক শাহ সূফী মাওলানা ডক্টর আহসানুল
হাদী,আলোচনা সভায় বক্তব্য রাখেন, সন্মিলিত ওলামা
একরামের সভাপতি মাওলানা ইব্রাহীম ফাইজুল্লাহ,
দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী
কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম
প্রতীক, উপদেষ্টা আতাহার হুসাইন, দানবীর হাজী
মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম ইকবাল
হুসাইন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন
আয়োজক কমিটির আহবায়ক সাহিদুল ইসলাম
বাবু।















