ফকিরহাট প্রতিনিধি : পবিত্র ঈদ উল আযহা’র দীর্ঘ ছুটিতেও বাগেরহাটের ফকিরহাট উপজেলাস্থ বেতাগা মডেল ইউনিয়ন
স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবা কার্যক্রমে পরিচালিত হয়েছে। কেন্দ্রের পরিবার কল্যাণ
পরিদর্শিকা যমুনা রানী (এফডব্লুভি) জানান, ঈদের ছুটির কয়েক দিনে কেন্দ্রে আগত ৪জন
গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (পিএনসি), প্রসব পরবর্তী সেবা-০১ (পিএনসি), সাধারণ রোগী
১০জন ও ০৫ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমানে কিশোর-কিশোরীর যত্ন, মা ও
শিশু স্বাস্থ্যের সেবা দেওয়া হয়েছে। এব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সবুজ
মিত্রের সাথে আলাপ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক তাঁরা ঈদ উল আযহা’র দীর্ঘ
ছুটিতে জরুরি সেবা প্রদান করেছেন। আর এই স্বাস্থ্যসেবা চালু করায় স্থানীয় এলাকাবাসি ও রোগীরা
সন্তোষ প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে তাঁরা এধারা অব্যাহত রাখবেন বলেও স্থানীয় সংবাদকর্মিদের জানান
তিনি।















