রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার রূপদিয়া রেলওয়ে স্টেশনটি আধুনিক রূপে সজ্জিত হয়ে এখন যেন এক মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশের কারণে প্রতিদিনই এলাকা সহ দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা পরিবার-পরিচন নিয়ে এখানে ছুটে আসেন। বিশেষ করে বিকেলের সময় স্টেশন চত্বরে ভিড় জমে ছোট-বড় ও নানা বয়সী মানুষের। কিন্তু এই মিলনমেলার আড়ালেই তৈরি হচ্ছে নতুন এক সামাজিক সংকট। স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত অবধি স্টেশন চত্বরে বখাটেদের আনাগোনা বেড়ে গেছে। নারী ও কিশোরীদের হয়রানি তথা ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে প্রায়শই। শুধু তাই নয়, নির্জন কোনা ও স্টেশনসংলগ্ন এলাকাগুলোতে গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডা। নিয়মিত প্রশাসনিক টহল বা নজরদারি না থাকায় পরিস্থিতি ক্রমেই চরমে পৌঁছাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। অনেকেই বলছেন, এই এলাকাটি এখন ‘দৃষ্টিনন্দন’ হলেও, এর ভেতরটা ধীরে ধীরে হয়ে উঠছে অশুভ কর্মকাণ্ডের আস্তানা।
এলাকাবাসী দ্রুত এই অবস্থা থেকে মুক্তি চান। তারা প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন— রূপদিয়া রেলস্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক এবং এলাকাটি যেন আরেকটি অপরাধপ্রবণ অঞ্চলে পরিণত না হয়, তা নিশ্চিত করা হোক।















