জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা, করোনা ভাইরাসে সতর্ক হওয়ার আহবান

0
173

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। নতুন করোনা ভাইরাস কতটুকু সংক্রামক সেটা এখন বলা যাচ্ছে না। ইতিমধ্যে যশোরে একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এমনতাবস্থায় জেলার সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে রোববার সকালে অনুষ্ঠিত জেলার উন্নয়ন ও সমন্বয় সভায় এই আহবান জানান হয় তিনি। সিভিল সার্জন মাসুদ রানা আরো বলেন,যশোর জেলা সীমান্তবর্তী হওয়াতে করোনা ভাইরাসের ঝুঁকি বেশি। বেনাপোল পোর্টে আমাদের মেডিকেল টিম কাজ করছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না হওয়ার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। সাথে সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। ভাইরাসের কোনো চিকিৎসা নেয়। ভ্যাকসিন নিতে হবে। তবে আমাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কম দেখা যাচ্ছে। করোনা ভাইরাসের যে ভ্যাকসিন রয়েছে তার মেয়াদ জুলাই মাস পর্যন্ত রয়েছে। যশোর পৌরসভার জন্য ২২শ এবং সদর উপজেলার জন্য প্রায় ৪৬শ ভ্যাকসিন মজুদ রয়েছে। এছাড়া সব উপজেলাতে কম বেশি ভ্যাকসিন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত বলেন, করোনা ভাইরাসে বয়স্ক বা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের বাড়তি সতর্ক থাকতে হবে। সদর হাসপাতালে করোনায় আক্রান্তদের জন্য ২টি পুরুষ বেড ও ২টি মহিলা বেড নির্ধারণ করা হয়েছে। এছাড়া আইসিইউতে ৮টা বেড আছে। রোগী বাড়লে পরবর্তীতে আলাদা ইউনিট করা হবে। সভায় জেলা সভাপতির বক্তব্যে প্রশাসক আজাহারুল ইসলাম বলেন এবছর ঈদে জেলা পরিষদের অর্থায়নে জেলার ১৬শ ৮০জন দুস্থ মানুষকে মাংস,সেমাই,চিনি ও ঈদ সামগ্রি দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে ঈদ সামগ্রি পাঠানো হয়েছে। শহরের যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং ফুটপাত দখলমুক্ত করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই- আলম সিদ্দিকী বলেন, ঈদের ছুটিতে জেলায় বেশ কয়েকটি মার্ডার হয়েছে।আমরা প্রত্যেকটি মার্ডারের সাথে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করেছি। ফুটপাতের সাথে অর্থ. সামাজিক, মানবিক ও রাজৈিনতক সম্পর্ক জড়িত। ট্রাফিক ব্যবস্থা ও ফুটপাত দখলমুক্ত করতে সকলকে এক কাতারে আসার আহবান জানান তিনি। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা বক্তব্য রাখেন। সভায় ডেঙ্গুর বিস্তার রোধ করতে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here