নড়াইলে ঈদুল আজহার ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা

0
93

নড়াইল জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার সরকারী ছুটির মধ্যেও নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ তাদের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলার স্বাস্থ্য খাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নড়াইল সদরের ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটির সময়েও এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা (NVD) প্রদান করা হয়েছে মোট ১৮ জন গর্ভবতী নারীকে।
এছাড়াও, জরুরি গর্ভকালীন সেবা (ANC), প্রসব পরবর্তী সেবা (PNC), জরুরি প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
সেবা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা ছুটি উপেক্ষা করে দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে।পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয় করেছেন।
স্থানীয় জনসাধারণ এবং সেবা গ্রহণকারীরা বলেন, “ঈদের ছুটির সময়েও এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চালু থাকায় আমরা উপকৃত হয়েছি।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করনের অঙ্গীকার নিরলসভাবে বাস্তবায়নে কাজ করে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here