বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের সাধারণ শ্রমিকের মৃত্যু

0
221

বেনাপোল থেকে এনামুল হকঃ যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।
১৫ ই জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।
সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই।
তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী সবাই গভীরভাবে শোকাহত।
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন,এই
আইয়ুব হোসেন ছিলেন সদালাপী, নম্র ভদ্র ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।
তিনি আরও বলেন, মরহুমের জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়ায় অনুষ্ঠিত হবে।
সকল ধর্মপ্রাণ মুসলমানকে তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোক সইবার তৌফিক দান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here