ঢাকুরিয়ায় ১০ বছরের শিশু নিখোঁজ সন্ধান মিলেনি ৬ মাসে

0
193

ঢাকুরিয়া প্রতিনিধিঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার ৪ নাম্বর ঢাকুরিয়া ইউনিয়নের মোহাম্মদ শিমুল হোসেনের ১০ বছর বয়সী শিশু মামুন হোসেন নিখোঁজ হয়েছেন প্রায় ছয় মাস। সংবাদ সংগ্রহ কালে শিমুল হোসেন জানান তার ছেলের নাম মামুন বয়স ১০বছর তার মা নাই কিন্তুু ছেলেটি কে খুব আদর সোহাগ দিয়ে অত্যান্ত কষ্ট করে ছেলে কে মানুষের মতো মানুষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন শিমুল। কিন্তু তার এই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় কারণ শিমুলের এই দশ বছর বয়সী শিশু তার পিতার অবাধ্য হয়ে বাসা থেকে চলে যায় কিন্তু ১০ থেকে ১৫ দিন পর শিমুল তার এই সন্তানের সন্ধান পেয়ে তাকে নিয়ে আসেন।এর পরবর্তীতে আবার ৬ মাস পরে শিমুলের এই দশ বছর বয়সি সন্তান আবার চলে যায় কিন্তু শিমুল আবার বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে খোঁজাখুঁজির পর তার এই সন্তানকে আবার খুঁজে পাই। শিমুল হোসেন জানান তার ছেলে যতবারই বাসা থেকে চলে যায় কিন্তু ১০ থেকে ১৫ দিন পর তার ছেলের সন্ধান মিলে যাই কিন্তু এবার ছয় মাস অতিবাহিত হয়ে গেলেও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানানোর পরেও তার এই দশ বছর বয়সী শিশু মামুন হোসেনের এখনো পর্যন্ত মেলেনি কোন সন্ধান শিমুল হোসেন তার আত্মীয়-স্বজন এবং এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করার মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেও শিমুল হোসেন ব্যর্থ এবং সে তার সন্তানের জন্য খুব ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন শিমুল হোসেন অত্যন্ত সরল সোজা এবং খুব নিরীহ প্রকৃতির মানুষ। শিমুল হোসেন তার এই ছেলেকে খুঁজে পেতে দেশের সকল প্রকার লোকের সহযোগিতা কামনা করছেন। এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here