বাস-ট্রাকে সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

0
111

ইবি প্রতিনিধি : কুষ্টিয়ায় বৃত্তিপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পাঠানো শোকবার্তায় জানানো হয়, ‘সড়ক দুর্ঘটনায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নিহত রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হন। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান’— উল্লেখ করেছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here