আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ফ্রেশার রিসিপশন ও অনার্সপ্রাপ্তদের সংবর্ধনা

0
97

যশোর অফিস : আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন দেশি-বিদেশী ছাত্রীদের জন্য ফ্রেশার রিসিপশন এবং অনার্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়ভাবে একযোগে আয়োজিত রিসিপশন প্রোগ্রামে কলেজটি জুমের মাধ্যমে অংশ নেয়, যার উদ্বোধন করেন সরকারের অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
এরপর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির এবং স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।
অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ফাইনাল ইয়ারের ছাত্রী ফারিয়া ইয়াসমিন শপথ বাক্য পাঠ করান। অনার্সপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধিত করা হয় ক্রেস্ট ও ফুল দিয়ে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক আবেদ আলী, পরিচালক মো. ফজলুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
এ বছর কলেজের ১৪তম ব্যাচে ৭৫ জন ছাত্রী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫৫ জন দেশি ও ২০ জন ভারতীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here