স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা
করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। পূর্বের ন্যায় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে
এবারও আমরা প্রস্তুত আছি করোনা ভাইরাস পরীক্ষা করতে।
গতকাল বুধবার সকালে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা. এম. আর.
মেডিকেল সেন্টারের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে “মাস্ক
পরি” কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি
উপাচার্য এসব কথা বলেন। করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও
প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে
যবিপ্রবি।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, সারাদেশে করোনা ভাইরাসের
নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
বিষয়ে ইতোমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে
সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। যবিপ্রবি করোনা ভাইরাস
প্রতিরোধে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকলে
অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, নির্দিষ্ট দূরত্ব
বজায় রাখা, হাসি-কাশির সময় নাক মুখ ঢেকে রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে
চলুন, তাহলে আমরা সুস্থ পরিবার, সমাজ তথা দেশ এই জাতিকে উপহার দিতে
পারবো।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল
মামুন ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। অনুষ্ঠানে রেজিস্ট্রার
প্রকৌশলী মো. আহসান হাবীবসহ বিভিন্ন বিভাগের ডিন ও প্রভোস্টবৃন্দ
উপস্থিত ছিলেন।