কেশবপুরে মারপিটে যুবদল কর্মী নিহত

0
126

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল
কর্মী মারপিটে নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজকে গ্রেফতার করেছে।
নিহত মনিরুল ইসলাম উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ও স্থানীয় যুবদলের
কর্মী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে
মঙ্গলবার বিকেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বরণডালি গ্রামের মনিরুল ইসলাম ও রেজা
হাসান সবুজের লোকজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে
মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে
স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মনিরুলের অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনিরুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ
বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেফতার
করেছে।
চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ঘটনা
উল্লেখ করে নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা
করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের
নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলার অন্য
আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here