অভয়নগরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

0
169

অভয়নগর (যশোর) প্রতিনিধি : মায়ের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন পিতৃহারা মানসিক ভারসাম্যহীন
সনিয়া খাতুন (৩০)। সকালে ঘুম থেকে উঠে সনিয়াকে তার ঘরের ভেতরে না পেয়ে
অসহায় মা শুরু করেন খোঁজাখুঁজি। আত্মিয় স্বজনের বাড়িতে সন্ধান না পেয়ে
নিখোঁজ মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেন মা হাসিনা
বেগম। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের ডিএন
মোড় নামক এলাকায়। মানসিক ভারসাম্যহীন সনিয়া খাতুন ডিএন মোড় এলাকার
মৃত মান্নান ফকির ও হাসিনা বেগমের মেয়ে।
হাসিনা বেগম বলেন, ‘বুধবার (১৮ জুন) রাতের খাবার শেষে সনিয়া তার ঘরে
গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ঘুম থেকে উঠে তাকে ঘরের ভেতর পাওয়া যায়নি। এরপর
আত্মিয়-স্বজন পাড়াপ্রতিবেশীসহ সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করা হয়।
কোথাও না পেয়ে বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় মেয়ে নিখোঁজের লিখিত
অভিযোগ করেছি।’
তিনি আরো বলেন, ‘নিখোঁজের সময় সনিয়ার পরনে ছিল আকাশি রঙের
সালোয়ার ও কামিজ। গলায় খয়েরি রঙের জরি দেওয়া ওড়না এবং পায়ে ছিল পুথিযুক্ত
স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, মাথায়
লম্বা কালো চুল ছিল।’
মানসিক ভারসাম্যহীন মেয়ে নিখোঁজের পর থেকে মা হাসিনা বেগম পাগলপ্রায়।
মেয়েকে ফিরে পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। তাই সন্ধান পেলে নিকটস্ত থানা অথবা
০১৪০৩-৬৪৩১৩৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন,
‘নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্তকাজ শুরু করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here