নাজমুস শাহাদাৎ, কেশবপুর (পৌর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে এসএম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ও সড়কের
পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর পূর্বপাড়া
মসজিদ, বালিয়াডাঙ্গা ঋষিপাড়ার মোড়সহ সড়কের পাশে বকুল, অর্জুন, আম ও পাকুড়
গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, এসএম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ওয়াজেদ আলী,
সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুক হোসেন, সহকারী
অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক হারিন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষক দিলরুবা পারভীন,
সিরাজুল ইসলাম, উন্নয়নকর্মী উত্তম কুমার সাহা প্রমুখ। বিভিন্ন প্রতিষ্ঠানে ও
সড়কের পাশে এস এম কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মৌসুমে প্রথম বৃক্ষরোপণের এমন
উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী সাধুবাদ জানান।















