চুয়াডাঙ্গায় অস্ত্র,গুলি,মোবাইল ও নগদ টাকাসহ আটক ১

0
104

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে জাদু(৪৬)’র বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি হতে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারনহ জাদুকে আটক করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী জাদু নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here