জামায়াত কর্মীদের দেশ পরিচালনার যোগ্য হিসাবে গড়ে উঠতে হবে- বেলাল হোসাইন

0
262

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের দেশ পরিচালনার যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) চেতনায় উজ্জীবিত হয়ে কুরআনের দাওয়াতকে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। হাজারো জুলুম নির্যাতনের পরও আমরা আমাদের লক্ষ্য থেকে পিছুপা হইনি। কর্মীদের আরও সাহস এবং কৌশলের সাথে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান।
২০ জুন শুক্রবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউস পাড়ার প্রাচ্য সংঘ ওবায়দুল বারী হলে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
দলের পেশাজীবী থানার বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ খুরশিদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পেশাজীবী থানার সভাপতি রশিদুজ্জামান রতন ও তারবিয়াত সেক্রেটারি সৈয়দ শামসুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল হাসান, ড. মেজবাহ উদ্দিন, রেজাউল হক, আশরাফুল আলম, মহিদুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here