লোহাগড়ায় গ্রাম্য শালিসে স্ত্রীর অপরাধে স্বামীকে জুতাপেটা করা হলো নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শহীদ খার নেতৃত্বে। জমি বাড়ি বিক্রি করে অন্য জেলায় চলে যাবার নির্দেশ!

0
240

রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে স্ত্রীর অপরাধে গ্রাম্য শালিসে
নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা শহীদ খার নেতৃত্বে স্বামীকে জুতাপেটা করা হয়েছে।
এছাড়াও জমি বাড়ি বিক্রি করে গ্রাম ছেড়ে অন্য জেলায় যাবার নির্দেশও দেয়া হয়েছে।
গত মঙ্গলবার(১৭জুন) শালিসের ঘটনা ঘটে। ভূক্তভোগী পরিবার সূত্রে
জানা যায়, নোয়াখালী জেলার নাজিমুদ্দিন একজন ট্রাক চালক। প্রেমজ সম্পর্কে বিয়ে
করেন লোহাগড়ার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামের আম্বিয়া(২৫) কে। জমি কিনে
বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করেন স্ত্রীসহ একটি পুত্র সন্তান নিয়ে। গ্রামের
কিছু লোকের অভিযোগ নিজাম উদ্দিনের স্ত্রী স্বামীকে ফাঁকি দিয়ে দুই রাত অন্য
পুরুষের সাথে কাটিয়েছে। অথচ নিজামউদ্দিন গ্রামবাসীদের বিষয়টি না জানিয়ে ওই
স্ত্রীকে নিয়ে সংসার করছে। তাই নিজামউদ্দিন অপরাধ করেছে। তার বিচার করতে হবে।
শালনগর ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মোঃ শহীদ খার নেতৃত্বে তাই গত মঙ্গলবার
গ্রামে শালিস বসে।
নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মোঃ শহীদ খাঁ বলেন, আমরা প্রায় আড়াইশ গ্রামবাসী
শালিস করেছি। শালিসের রায়ে নিজামউদ্দিন কে ৫/৬টি জুতার বাড়ি দিয়েছি। আরো
বলেছি বৌ নিয়ে অন্য কোথাও চলে যেতে। ওই আওয়ামী নেতা আরো বলেন, নিজামের
বৌ আম্বিয়ার চরিত্র ভালো না। ১টি বিয়ে সহ ৪/৫জন পুরুষের সাথে খারাপ সম্পর্ক
করেছে। গ্রামের অন্য এক যুবকের নামে অপবাদ দিয়েছে। তাই তাকে গ্রাম ছাড়তে
বলেছি।
ভূক্তভোগী নিজামউদ্দিন ও আম্বিয়া বলেন, আমরা মুখ খুললে সমস্যা। জুতাপেটার
প্রতিবাদ করেননি প্রশ্নের জবাবে আম্বিয়া বলেন, আমি বারবার তাদের নিষেধ করেছি
শোনেনি। নিজামউদ্দিন বলেন, ভাই আমরা বিপদে আছি। কোন কথা বললেই সমস্যা।
আম্বিয়া বলেন, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। অথচ অপবাদ দিচ্ছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন
অভিযোগ পাইনি। বিষয়টি জানিও না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here