চাপাইল সেতুতে ইজিবাইকে যাত্রী পারাপারে বাধা! নাগরিক সমাজের মানববন্ধন।

0
108

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল ও গোপালগঞ্জ সীমান্তবর্তী মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতুতে জনদুর্ভোগ দূরীকরণে মানববন্ধন করেছে নড়াগাতী থানার সর্বস্তরের জনগণ।
সেতু দিয়ে নির্বিঘ্নে যাতায়াতে বাঁধা প্রদান করা ও নানা অব্যবস্থাপনার কারণে মারাত্মক পর্যায়ে পৌছেছে জনদুর্ভোগ। জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নড়াগাতি-কালিয়ার সচেতন নাগরিক সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেন।
২০ জুন (শুক্রবার) বিকাল ৩ টায় চাপাইল সেতুর পশ্চিম পাড়ে এ মানববন্ধন করেন নড়াগাতীবাসী এবং এ বিষয়ে শিঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াগাতি থানা মহিলা দলের সভানেত্রী জোসনা মল্লিক, ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম,পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাস,সাধারণ সম্পাদক কুব্বত সিকদার,সাংগঠনিক সম্পাদক হিটু মল্লিক,ছাত্র প্রতিনিধি মোঃ রাকিবুল সিকদার,গণমাধ্যমকর্মি মোঃ হাচিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা গুরুত্বপূর্ণ এ সেতুকে ঘিরে সৃষ্ট একাধিক জনদুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহনপূর্বক চাপাইল সেতু দিয়ে গোপালগঞ্জ ইজিবাইক যোগে যোতে যে বাধা রয়েছে সেই বাধা নিরসন করে অবাধ যাত্রী চলাচল নিশ্চিত করার জোর দাবি জানান।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে টলি, নসিমন, করিমন, ভটভটি-সহ অবৈধ ও প্রাণঘাতী যান চলাচল বন্ধ করা এবং অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সেতুর ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা, কালিয়া-চাপাইল সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার, সেতুর পূর্বপাড়ে ময়লার স্তূপ অপসারণ ও পরিবেশ রক্ষা, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও ভৌতিক বিল সমস্যা সমাধানের দাবি তোলেন বক্তারা। বক্তারা আরও বলেন, “এগুলো কোনো রাজনৈতিক দাবি নয়, সাধারণ মানুষের জানমাল রক্ষার ন্যূনতম অধিকার। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”
পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “যে সেতুকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখেছিল মানুষ, তা এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষ চলাচল করতে ভয় পায়, নিরাপত্তা নেই, নেই পরিবেশের সুরক্ষা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here