যশোর অফিস : যশোরের চৌগাছায় বাসের চাকায় পৃষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২৩) নামে শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পিতা মহিদুল ইসলাম মৃধা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া ইসলাম মৃধা চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা ও মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আফিয়া তার বাবার সাথে মোটরসাইকেলে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে আফিয়ার বাবা মহিদুল ইসলাম এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আফিয়া সড়কের উপর ছিটকে পড়লে তার মাথার উপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত আফিয়ার লাশ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।















