কেশবপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত বিএনপির দু’নেতা আহত

0
297

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘষর্, বাড়ি ভাংচুর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার উপজেলার কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে তাসলিমা খাতুন (৭) এবং আমিনুর রহমান দফাদারের ছেলে শিহাব হোসেন (৭) বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। ওই সময় তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অভিভাবকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে একই গ্রামের রউফ মোড়লের ছেলে তুহিন মোড়ল (৩৩) ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী শেখের ছেলে এবাদুল শেখ (৪৫) আহত হন। ছরিকাঘাতে আহত তুহিন মোড়লের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here