নড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

0
169

আবুল কাশেম : নড়াইল সদর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মিঠুন বিশ্বাস মিঠু (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।মিঠুন নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।
পৃথক বজ্রপাতে আরো দুজন আহত হয়েছেন।তারা হলেন চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুজনই আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে।এসময় মিঠুন বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলেন। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
পরিবারের সদস্যরা মিঠুকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নড়াইল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেলী জামান জানান, মিঠু নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here