সারাদেশের ন্যায় “বেনাপোল কলেজে” শুরু হয়েছে এইচএসসি পরিক্ষা

0
329

বেনাপোল থেকে এনামুল হকঃ সারাদেশের ন্যায় বেনাপোল পোটথানার বেনাপোল কলেজে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় এ বছরের লিখিত পরীক্ষা।
বেনাপোল কলেজের এই কেন্দ্রটিতে সকাল থেকেই পরীক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে গেটের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করে। শিক্ষার্থীদের পরনে ছিল ইউনিফর্ম, হাতে প্রবেশপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম। অনেকেই মুখে মাস্ক পরে ও হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে এনেছে। গেট এলাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই বেনাপোল কলেজের অধ্যক্ষ কামরুল জামান জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় বেনাপোল কলেজে অংশ নিচ্ছেন মোট ২৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে ১৩৭জন আর ছাত্রীরা হচ্ছে ১৪২ জন।প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৩ জন।একজন ছাত্র দুইজন ছাত্রী।
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নফাঁস ঠেকাতে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও নানা সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজনেও জোর দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি রয়েছে।
পরীক্ষা নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here