যশোরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

0
499

যশোর অফিস : শ্রী শ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দির, চাঁচড়া, যশোর সদর, যশোরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের নেতৃত্বে আয়োজিত এ রথযাত্রায় প্রায় ৩ সহস্রাধিক ভক্ত-অনুসারী অংশগ্রহণ করেন। ‘ঈশ্বরের আশীর্বাদ ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের লক্ষ্যে’ আয়োজিত এ শোভাযাত্রা চাঁচড়া ইসকন মন্দির থেকে শুরু হয়ে চাঁচড়া মোড়, মুজিব সড়ক, উকিলপাড়া মোড়, জজ কোর্ট, বকুলতলার শহীদ মিনার, গরীব শাহ সড়ক, দড়াটানা মোড়, চিত্রার মোড় ও কোতোয়ালি থানা চৌরাস্তা হয়ে বেজপাড়া সাহা বাড়ি (সনদ সাহার বাসভবন) পর্যন্ত গমন করে।
রথযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে আয়োজকরা।
উল্লেখ্য, আগামী ৫ জুলাই ২০২৫ তারিখে বেজপাড়া সাহা বাড়ি থেকে চাঁচড়া ইসকন মন্দির অভিমুখে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here