বাঁশ দিয়ে ও দেয়াল নির্মান করে স্থাপনা ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছে যশোর ঘোপ নওয়াপাড়া রোডের ভৈরব নদের পাড়ের বাসিন্দারা

0
466

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ঘোপ নওয়াপাড়া
রোডের ভৈরব নদের পাড়ের বাসিন্দারা বাঁশ দিয়ে ও দেয়াল
নির্মান করে বাড়ি ও বাউন্ডারি ভাঙ্গন রোধের চেষ্টা
চালাচ্ছে। গত বছর নদী খননের ফলে ভাঙ্গন শুরু হয়। একই
কারনে ওয়ার্ডের পানি নিষ্কাশনের প্রধান ড্রেন ভেঙ্গে
যাওয়ায় বড় সমস্যার দেখা দিয়েছে।এ বিষয়ে পৌরসভা ও
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে চিঠি
দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসির
অভিযোগ।
৩ নম্বর ওয়ার্ড ঘোপ নওয়াপাড়া রোডের ভৈরব নদের পাড়ের
বাসিন্দারা জানান গত বছর প্রথম দিকে পানি উন্নয়ন
বোর্ডের উদ্যোগে ঠিকাদার দিয়ে ভৈরব নদ খনন কাজ
করানো হয়। স্কেভলেটার দিয়ে নদীর সীমানার চেয়ে বেশি
জায়গা খনন করে তারা। খননের ফলে ওই বছর থেকে ভৈরব
নদের ভাঙ্গন শুরু হয়। এ বছর বৃষ্টি হওয়া ভাঙ্গন প্রকট
আকার ধারন করেছে। ভাঙ্গন থেকে ঘরবাড়ি রোধে বাশের
দিয়ে পেলা দিয়ে ও দেয়াল নির্মান করেছে এলাকাবাসি।
তাদের অভিযোগ ভারি বৃষ্টি হলে নদী ভাঙ্গন যেটুকু
বাকি আছে, সেটাও ভেঙ্গে নদীতে পড়ে যাবে।
ওই এলাকার বাসিন্দা যশোর শিক্ষা বোর্ডের সেকশন
অফিসার রাইদুল ইসলাম জানান, নদের ধারে ৩০টি বাড়ি
রয়েছে। প্রত্যেক বাড়ি নদীর ভাঙ্গনের ঝুঁকির মধ্যে
রয়েছে। তিনি জানান তার বাড়ির পাশে পৌরসভা
নির্মান করা বড় ড্রেন আছে। ওই ড্রেন দিয়ে
ওয়ার্ডের সব পানি নিষ্কাশন হয়। গত বছর পানি
উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা স্কেভলেটার দিয়ে ভৈরব নদ
খননের সময় ড্রেনটি ভেঙ্গে ফেলা হয়। ড্রেন ভেঙে
যাওয়া তার বাড়ির দেয়ালের পাশের মাটি সরে যাওয়ায়
দেয়াল হেলে পড়ে। সেই দেয়াল যাতে ভেঙ্গে পড়ে না যায়
এজন্য দেয়ালের সামনে নতুন করে দেয়াল নির্মান করা
হয়েছে । তার পাশের কাচাবাড়ির মাটি নদীতে ভেঙ্গে
যেতে দুই হাত বাকি আছে। পৌরসভা থেকে যদি এই
ড্রেনটি নির্মান করে তাহলে আমার ও পাশের বাড়ি
মাটি ভাঙ্গন রোধ করা যাবে।
যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ
মোরাদ আলী জানান এলাকাবাসির ড্রেন নির্মানের
আবেদন পেয়েছি। খুব শীঘ্রই সেখানকার ড্রেন
নির্মান কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের যশোরের নির্বাহী
প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, পৌরসভার ৩
নম্বর ওয়ার্ডে ভৈরব নদের ভাঙ্গন রোধ করার প্রকল্প ঢাকায়
পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হয়ে আসলে নদী
ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় কাজ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here