নিজস্ব প্রতিবেদক : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১ টায়
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা
কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের
আয়োজন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা
প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন মাইকেল
মধুসূদন দত্তের লেখায় সাহিত্য সমৃদ্ধ হয়েছে। জীবন
যাপনের ক্ষেত্রে সাহিত্যের গুরুত্ব রয়েছে। অথচ তাকে
আমরা পর্যাপ্ত সম্মান দিতে পারছি না। আলোচনা
না করলে মাইকেল হারাবেন না। তার লেখায়গুলো তিনি
ফিরে আসতে থাকবেন।
মূখ্য আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল
হোসেন।
আলোচক ছিলেন যশোর সরকারি সিটি কলেজের
প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম,
সাহিত্যিক ও গবেষক শওকত শাহী।
অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ‘র
সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন
সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদ
বিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর এসএম
জিল্লুল বারী, বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষক হাশেম রেজা,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মূখ্যপাত্র
ফাহিম আল ফাত্তাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী
৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা...















