যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবহার বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা

0
400

নিজস্ব প্রতিবেদক : যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ
এবং ব্যবহার বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা রোববার
সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।
জেরা প্রশাসন ও পাট অধিদপ্তরের সহাকারী পরিাচলকের
কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়।
স্বাস্থ্য ও পরিবেশ ভাল রাখতে পাটজাত পন্য ব্যবহার করতে
হবে। পরিহার করতে হবে পলিথিনের ব্যবহার। কৃষকরা
যদি পাটকাটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে
তাহলে পাটে লাভোবান হবেন তারা। বিদেশে পাটের
চাহিদা বেশি। এজন্য পাটের উৎপাদন বাড়াতে হবে।
নিজ নিজ জায়গা থকে পাটের প্রতি গুরুত্ব দিতে
বলেনজেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতির
বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা পাট অধিদপ্তরের সহকারী
পরিচালক হাফিজুর রহমান, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত
উপপরিচালক সমরেন বিশ^াস,প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদহাসান টুকুন, জুট
ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের প্রকৌশলী
বোরহান উদ্দীন, আহাদ জুট মিলের প্রতিনিধি
আনিসুর রহমান, সদর উপজেলা জামাতের েেসক্রেচারী
গোলাম কুদ্দুস, চাষী প্রতিনিধি জাকির হোসেন,
চাল ব্যবসায়ী মহব্বত আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here