যশোরে ইজিবাইক চালককে মারধর করে দুই লাখ টাকা ছিনতাই

0
95

যশোর অফিস : যশোরে ইজিবাইক চালককে মারধর করে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইজিবাইক চালকের নাম মো. আজগর আলী (৪৯)। তিনি কচুয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে মুসলিম স্টোরের মালিক মো. আমিনুর রহমান তার দোকানের মালামাল কিনে আনতে আজগর আলীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। পরে তিনি ইজিবাইকযোগে মালামাল আনতে রওনা হন।
কচুয়া ইউনিয়নের আমতলা মোড় পার হয়ে ২০০ গজ সামনে পৌঁছালে পূর্ব পরিচিত দুই ব্যক্তি একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে লিটন (৫০) ও টুটুল (৩৫),তাকে গতিরোধ করে। এরপর কোদাল দিয়ে বেধড়ক মারধর করে মাথায় রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা পুরো অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আজগরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here