যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

0
94

স্টাফ রিপোর্টার : যশোর জেলা প্রশাসন ও বিএরটিএ উদ্যোগে বৃহস্পতিবার কালেক্টরেট সভা কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। যাত্রী ও পণ্য পরিবহন মোটরযানের ২০ বছর এবং ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণের স্ধিান্ত কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যেসব পরিবহনের বয়স ২০ বছর ও ট্রাকের বয়স ২৫ বছরের পুরাতন হয়ে গেছে। সেগুলো রাস্তায় চলাচল করতে পারবে না। এসব পরিবহন চলাচল বন্ধ করে মালিকদের নতুন পরিবহন কিনে রাস্তায় নামাতে হবে। অথবা নতুন পার্স লাগাতে হবে। তা না হলে এসব পরিবহন আটক করা হবে। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(হাইওয়ে) নাসিম খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, বিএরটিএ যশোরের সহকারী পরিচালক এসএম ওয়াজেদ হোসেন, আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুরিয়া,যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু বলেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here