যশোর বেনাপোলে জুন মাসে ৭ কোটি টাকার স্বর্ণ-মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

0
99

যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্তে জুন মাসে অভিযান চালিয়ে ১২ জন আসামিসহ প্রায় ৭ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ, বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ি, পোশাক, চকলেট, কসমেটিকসসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়।
আটক পণ্যের বাজারমূল্য ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৬৮৪ টাকা বলে জানায়, বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইঞ্চি সীমান্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here