হুইল চেয়ার উপহার পেলেন প্রতিবন্ধী শিক্ষার্থী প্রীতম মল্লিক

0
152

শরিফুল ইসলাম ঢাকুরিয়া প্রতিনিধ: যশোরের মনিরামপুর উপজেলার সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চিরস্মরণীয় এক মানবিক উদ্যোগের সাক্ষী হলো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রীতম মল্লিক শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রতিদিন স্কুলে আসতে ভীষণ কষ্টের মুখোমুখি হতো। কখনো বাবার কাঁধে ভর করে, আবার কখনো হাঁটুর উপর ভর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতো এই সংগ্রামী শিশুটি। প্রীতমের এমন কষ্টকর যাত্রার দৃশ্য বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন এর চোখে পড়লে তিনি গভীর সহানুভূতিতে বিষয়টি মনেপ্রাণে গ্রহণ করেন।
বিষয়টি অবিলম্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না মহোদয়াকে অবহিত করলে তিনি আর দেরি না করে প্রীতমের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তার জন্য একটি হুইল চেয়ার উপহার হিসেবে প্রদানের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রীতমের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। এই উপহার পেয়ে শিক্ষার্থী প্রীতম মল্লিক ও তার পরিবার অশ্রুসিক্ত কণ্ঠে উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যেন প্রতিবন্ধকতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টাই করি। প্রীতমের কষ্ট আমাদের মনকে নাড়া দিয়েছে। ইউএনও ম্যাডামকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে মানবিক সহায়তা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, প্রতিটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপন আমাদের অঙ্গীকার। এই হুইল চেয়ার হয়তো প্রীতমের জন্য ছোট একটি উপহার, কিন্তু এর মাধ্যমে সে স্কুলে স্বাচ্ছন্দ্যে আসতে পারবে।
সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের এই মানবিক কর্মকাণ্ড অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here