স্টাফ রিপোর্টার,যশোর থেকে : যশোর সদর উপজেলার ইছালী হাইস্কুল মাঠে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মিশকাত রহমান সুলতান(১৩) নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সুলতান ইছালী ইউনিয়নের কামারগন্নি গ্রামের কৃষকরাসেল হোসেনের ছেলে। সে ইছালী হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো।
সহপাঠীরা জানায়, গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে বৃষ্টির মধ্যে বন্ধুরা মিলে কামারগন্নি সরকারী প্রাইমারী স্কুল মাঠে ফুটবল খেলছিলো। ফুটবল খেলার সময় হঠাৎ বিকট শবাদে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আহত হয়ে সুলতান মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।















