অভয়নগরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

0
200

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় কদিন ধরে দিনভর বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে
স্বাভাবিক জনজীবন। টানা বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভ্যান ও
রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা। উপজেলার বিভিন্ন
এলাকায় প্রধান সড়কগুলো কাদায় একাকার হয়ে গেছে। কোথাও হাঁটুপানি,
কোথাও আবার কাদার স্রোতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। ভোগান্তির মুখে
পড়েছেন কর্মজীবী সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও ভ্যান-
রিকশা চালকদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
নওয়াপাড়া পৌরসভার ট্রাকস্ট্যান্ড এলাকার রিকশাচালক মিজানুর রহমান বলেন, সকাল
থেকে রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু যাত্রীই নেই। এমন দিনে কেউ ঘর থেকে বের
হতে চায় না। সারাদিন খেটেও দুই তিনটা ভাড়া মেলে না। সংসার চালানো কঠিন
হয়ে পড়েছে। ভোগান্তির শিকার ভ্যানচালক আকবর হোসেন বলেন, ভাই, সাকাল
থাইকা বইসা আছি। রাস্তায় পানি দেইখা কেউ ভ্যানে উঠতি চায় না। কি খামু
আর কি পোলাপানরে খাওয়ামু, আল্লাই জানে।
নওয়াপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী রিমা খাতুন জানান, কদিন ধরে সকাল থেকে
কলেজ যেতে কষ্টে পড়েছি। রাস্তায় পানি আর কাদা কাদা—জুতা খুলে হাঁটতে
হয়েছে। অনেক শিক্ষার্থী বৃষ্টির কারণে ক্লাসেই আসেনি। প্রেমবাগ
ইউনিয়নের কৃষক হারুন অর রশিদ বলেন, বৃষ্টিতে ক্ষেত-খামারে পানি জমেছে। ধান
তোলার সময়ে এমন বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছি। তাছাড়া ঘর থেকে বের
হলেই কাদা, রাস্তার বেহাল অবস্থা। নওয়াপাড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান আলী
ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানে পানি ঢুকে সব মালপত্র ভিজে গেছে। এমন
বৃষ্টিতে তো ব্যবসা করা যায় না, শুধু লোকসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here