যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

0
183

যশোর প্রতিবেদক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ
কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ
গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার
জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি। বৃহস্পতিবার দুপুরে যশোর
জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত
এই সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী এবং
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা টিসিবি কার্ড বিতরণ
ও ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও রাজনৈতিকীকরণের অভিযোগ তুলে
নতুন করে উপকারভোগী ও ডিলার তালিকা ঢেলে সাজানোর দাবি জানান।
তারা বলেন, বিগত সময়ে টিসিবি’র কার্যক্রম নিয়ে নানা অনিয়মের
অভিযোগ উঠেছে।
টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ
পিএসসি তার বক্তব্যে বলেন, সরকার চায় না টিসিবি বা ওএমএস-এর
মতো কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান থাকুক। সরকারের লক্ষ্য হলো দেশে
দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনা।
তিনি উল্লেখ করেন, বর্তমানে সারাদেশে এক কোটি পরিবার
টিসিবি কার্ডের আওতায় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও
সরকার টিসিবি পণ্যের দাম বাড়াতে পারছে না।
ডিলার নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ডিলাররা মাঠ পর্যায়
থেকে নির্বাচিত হন। তবে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যার
মাধ্যমে অযোগ্য ডিলারদের বাদ দেওয়া হবে। তিনি আরও জানান,
ইতোমধ্যে সারাদেশে ৬৩ লক্ষ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে।
যশোর জেলায় ১ লক্ষ ৩৮ হাজার কার্ডের মধ্যে ৮০ হাজার কার্ড বাতিল করা
হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
টিসিবি চেয়ারম্যান উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন,
“কারা যোগ্য নন, আপনারা সেই তালিকা দিন। আমরা কাজ না করলে
তখন বলবেন।” তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা
(ইউএনও) মাঠে কঠোর পরিশ্রম করছেন এবং সবাই মিলেমিশে এই
কাজটা করতে চান।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল
হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ
সুপার আবুল বাশার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি
মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা
জামায়াতের আমীর গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ
হাসান টুকুন প্রমুখ।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here