যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

0
100

স্টাফ রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. জিহাদ আলী ওরফে অলিদ হোসেন (২২)। তিনি যশোরের বাঘারপাড়া থানাধীন বুধোপুর গড় গ্রামের রেজাউল মোল্ল্যার ছেলে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া জানিয়েছেন বুধবার রাত সাড়ে দশটার দিকে যশোর ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেন ও এএসআই (নিঃ) মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের বাবলাতলা মোড়ে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ জিহাদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অভিযানকালে জিহাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here