যশোরে হিট স্ট্রোকে একজনের মৃত

0
143

যশোর অফিস : প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরে হাসান আকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান আকন সদর উপজেলার গ্রামেরটী গ্রামের জালাল আকনের ছেলে। তার বন্ধু ইউনুস আলী জানান, দুপুরে প্রচণ্ড গরমে শরীর খারাপ লাগলে তিনি বিরামপুর পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন দোকানে গিয়ে বিশ্রাম নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবাইদা আফসানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকজনিত কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here