কাগজ সংবাদ : রোটারী ক্লাব অব যশোরের উদ্যোগে বুড়ী ভৈরব
নদীতে পোনা মাছ অবমুক্ত করেন রোটারীয়ারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় যশোরের কচুয়া
ইউনিয়নের মুনশেফপুর বাগান বাড়ী বুড়ী ভৈরব
নদীতে ও আব্দুল জলিল কওয়মী মাদরাসা ও এতিম খানা
পুকুরে ৩ মোন পোনা মাছ অবমুক্ত করেন
রোটারীয়ারা।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব
যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান
টুকুন, রোটারী ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট
সেলিম রেজা বাবুল,সেক্রেটারী নাসিম উদ্দীন
খান,ট্রেজারার এসএম জাহাঙ্গীর আলম,রোটারীয়ান
আরিফুজ্জামান সুমন,আমিনুর রহমান,মেহেদী
হাসান,আখতারুজ্জামান,শওকত আলী,মেফহুর রহমান
খোকন,বোরহান উদ্দিন জাকির,মঞ্জুরুল আলম নোমান।















