অভয়নগরে ব্যস্ততম সড়কে ‘চিকন রডের’ ড্রেন, জনমনে উদ্বেগ

0
124

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক নওয়াপাড়া-মনিরামপুর রোড।
প্রতিদিন এ পথে হাজারো মানুষ যাতায়াত করেন, চলাচল করে শত শত ভারী
যানবাহন। যার মধ্যে রয়েছে ট্রাক, বাস, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি,
মোটরসাইকেলসহ নানা পরিবহন। অথচ এমন গুরুত্বপূর্ণ রোডের মাঝখানে দেবুর
মিল সংলগ্ন এলাকায় একটি কালভার্টের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও নির্মাণ
করা হচ্ছে চিকন রডের ড্রেন। ফলে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে তৈরি হয়েছে
তীব্র উদ্বেগ।
স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, এমন দুর্বল কাঠামোর ড্রেন কোনোভাবেই
ভারী যানবাহনের চাপ সহ্য করতে পারবে না। ভবিষ্যতে এটি ধসে পড়লে সড়ক
দুর্ঘটনা এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতিতে দ্রুত
প্রকল্পটি পুনঃমূল্যায়ন করে জনস্বার্থে টেকসই ও মানসম্মত কাঠামো নিশ্চিত
করা জরুরি।
সড়কের পাশে থাকা ব্যবসায়ী ও পথচারী সরোয়ার হোসেন বলেন, যেখানে রাস্তাটি
প্রতিদিন এত ভারী চাপ সহ্য করে, সেখানে শক্ত কাঠামোর কালভার্টের পরিবর্তে
চিকন রডের ড্রেন বানানো নিঃসন্দেহে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।
স্থানীয় ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, এই ড্রেন ৩০ থেকে ৪০ টন ওজনের গাড়ির
চাপ নিতে পারবে না। এটা কালভার্ট হলে অনেক ভালো হতো। এখন যেটা করছে,
সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কামাল হোসেন
বলেন, রোডের ডিজাইন যেভাবে দেওয়া হয়েছে, আমরা সেভাবেই কাজ করছি। রড
যেমন দেওয়া আছে, তেমনই থাকবে।
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, ‘উপরের
কার্পেটিং ভালোভাবে করে দেওয়া হবে। যথাযথ নির্মাণকাজ সম্পন্ন হলে কোনো
সমস্যা হওয়ার কথা নয়।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন,
“স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত
যাচাই করে টেকসই সমাধান গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here