সাগরদাঁড়ি মধু পল্লির প্রবেশপথ প্রায় ডাস্টবিনে পরিণত

0
215

আক্তার হোসেন,স্টাফ রিপোর্ট : মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিধন্য সাগরদাঁড়ির মধু পল্লিতে প্রবেশের মূল রাস্তাটির একপাশে নিয়মিত ময়লা ফেলার কারণে এলাকাটি এখন প্রায় ডাস্টবিনে পরিণত হয়েছে। স্থানীয় কিছু দোকানি ও পথচারীরা প্রতিদিনই রাস্তার পাশে ফেলে যাচ্ছেন পলিথিন, কাগজ, খালি বোতলসহ নানা ধরনের আবর্জনা।
এই দৃশ্য দেখে মধু পল্লিতে আগত দেশি-বিদেশি পর্যটকরা যেমন বিরক্ত হচ্ছেন, তেমনি স্থানীয় বাসিন্দারাও পরিবেশ দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন।মধু পল্লির কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, “আমি প্রায় নিয়মিত সবাইকে পরিষ্কারের কথা বললেও আমার কথা কেউ শোনে না। একেকজন একেক কথা বলে পাশ কাটিয়ে যায়। অথচ এটা আমাদের সম্মান এবং পর্যটন ভাবমূর্তির সঙ্গে জড়িত বিষয়।”
স্থানীয়দের দাবি, দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিস্কারের ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা তৈরি করাও এখন সময়ের দাবি।২৯/০৭/২৫ইং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here