মার্চ ফর জাস্টিস” দিবস উপলক্ষে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা

0
144

যশোর অফিস : “মার্চ ফর জাস্টিস” দিবস উপলক্ষে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবু, জিপি মোহায়মেন, সিনিয়র আইনজীবী মো: ইসহাক, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল।
পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক দেবাশীষ দাস। আরও উপস্থিত ছিলেন সদস্য এম. নুরুজ্জামান খান, মোঃ নূর আলম পানু, মোঃ ইলিয়াস (তোতা), মোঃ জুলফিকার আলী জুলু, মোস্তফা কামাল মিন্টু। ফোরামের সদস্য মাহাবুবুর রহমান, আব্দুর রাজ্জাক, বোরহান উদ্দীন, সুদীপ্ত ঘোষ প্রমুখ।
ফোরামের আহ্বায়ক দেবাশীষ দাস বলেন, গত বছরের এই দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের রাজপথে নেমেছিলাম। সেদিনটা স্মরণেই আজ তাদের এ শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here