যশোরে আনিসুর রহমান লিটনের সংবর্ধনা, পরিবহন খাতে ঐক্যের আহ্বান

0
122

যশোর অফিস : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আনিসুর রহমান লিটনকে সংবর্ধনা দিয়েছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয় ,বৃহস্পতিবার সকালে বকচরস্থ সমিতি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম আলী পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান লিটন বলেন, “পরিবহন খাতের উন্নয়নে মালিক, শ্রমিক ও যাত্রী—এই তিন পক্ষের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে আমাদের সক্রিয় থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রতিবন্ধকতা আমাদের রুখতে পারবে না। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আনিসুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here