মণিরামপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটক চার যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে জেলা যুবদলের ভিন্নমত পোষন

0
121

স্টাফ রিপোর্টার,যশোর থেকে : যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৪ যুবকের সাথে যুবদল বা বিএনপির কোন সম্পর্ক নেই। তারা যুবদলের বা বিএনপির প্রাথমিক সদস্যও নন। তাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
গত বৃহস্পতিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে মণিরাপুর থানা পুলিশ
চার যুবককে আটক করে। আটককৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। তবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নিবে না।’
শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোন কর্মকাণ্ডের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। তারা কোন দলীয় কর্মী নন। তাই তাদেরকে যুবদলের কমী হিসেবে উপস্থাপনের চেষ্টার তীব্র নিন্দা জানাই। একই সাথে যারা এই ধরণের অসত্য তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে, তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে পলাশবাড়ী মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, যুবদল সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কিভাবে জানবেন কারা যুবদল করেন ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here