মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহিদসহ তিন বাংলাদেশী নিহত

0
112

শহিদুল ইসলাম : মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের জাহিদ হাসান (২৫)। নিহত অপর দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।
শুক্রবার (১ জুলাই) রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়াস্থান এলাকার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপররা হলেন, সাবের হাসান (৩০) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন, হাবিব বিশ্বাস (৪৫) এবং মণীরাম চন্দ্র বাস (৪০)। বর্তমানে তারা কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে,
দুর্ঘটনাকবলিত টয়োটা আভানজা গাড়িটি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
জানা যায়, জাহিদ হাসান মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জীবিকার তাগিদে। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান, সে প্রতিষ্ঠানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎই তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালেশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।
এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here